এসো দেশ বদলাই”,পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে,সিরাজগঞ্জের বেলকুচিতে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ পিাঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) দুপুর বার টায় বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, যুব উন্নয়ন কর্মকর্তার অফিসের সহযোগীতায় উপজেলা পরিষদের বৈশাখী চত্বরে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিএনপি নেতা রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা আহব্বায়ক মুসা হাশেমী
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,যুবকবৃন্দ ও নানা পেশার মানুষ।