রাজধানীর খিলগাঁও ব্যাংক কলোনী আদর্শ গলি এলাকার একটি বাসায় মোঃ সিফাত (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(০৯ জানুয়ারি)রাত সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইমরান হোসেন বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁওয়ের ব্যাংক কলোনী আদর্শ গলির ৪২১/২ নং বাসার নিচ তলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় মাফলার দিয়ে পেঁচানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত অচেতন অবস্থায় উদ্ধার করি।পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলে,
নিহতের স্বজনের কাছে থেকে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দেয়।পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার ঝুলন্ত উদ্ধার করি।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত সিফাতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের মোঃ কামাল হোসেনের সন্তান।বর্তমানে, খিলগাঁওয়ে ব্যাংক কলোনি আদর্শ গলির ৪২১/২ নম্বর ভাড়া বাসার নিচ তলার থাকতেন।নিহত পেশায় গ্রিল মিস্ত্রির কাজ করতো বলে জানাযায়।