সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে পৌর এলকোর বেড়াখারুয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্তর সভাপতিত্বে কম্বর বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক আলম প্রামানিক, বিএনপি নেতা মজনু শিকদার, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয় প্রমুখ।