গোসাইরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি প্রতিষ্ঠান হাট বাজার এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি)সকালে গোসাইরহাট পৌরসভার বাজারে ডাস্টবিন বিতরণ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আহমেদ সাব্বির সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী জনাব মোঃ ওবায়দুল বাশার।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন,গোসাইরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)জনাব সানিয়া বিনতে আফজল।
এসময় আরও উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলীম মোল্লা,বাজার কমিটির মুহাম্মদ শাখাওয়াত হোসেন সুজন হাওলাদার,নক্সাকার মাসুম বিল্লাহ,কর নির্ধারক মোহাম্মদ জহিরুল হক,লাইসেন্স পরিদর্শক কানু চন্দ্র বিশ্বাস,কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম সবুজ, সুপারভাইজার ইয়ামিন কাদের নিলয়,ব্যবসায়ী জসিম মাল,আক্তার পাইক ও অন্যান্য ব্যবসায়িবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, এই পৌর শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে।গোসাইরহাট পৌরসভার সৌন্দর্য ধরে রাখতে এসব ময়লার ডাস্টবিন সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসারও অনুরোধ জানান।