দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ “Leadership Excellence Award 2024” অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান।
Global Star Communication আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল “ভ্যাটবন্ধু নিউজ” ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।
ভবিষ্যতে “মিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তার পরিকল্পনায় রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেক্টরভিত্তিক গাইডলাইন প্রণয়ন।
এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা।
১৭ জানুয়ারি ২০২৫ হোটেল হলিডে ইন এ উক্ত Leadership Excellence Award 2024-এর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট তানভীর আরাফাত।
অনুষ্ঠানটি পরিচালনা করেন Global Star Communication-এর সিইও শামীম রেজা। এ সময় মো: আলীমুজ্জামানের অর্জনকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।