মেডিকেল বোর্ড করেও বাঁচানো গেল না জাতীয় কবির নাতিকে। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে।
বাবুল কাজী (৫৯) জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) তে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৬টায় মৃত্যুবরণ করেন।
রোববার(১৯ জানুঃ)বিকেল ৫টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনানী এলাকার একটি বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার থেকে বিস্ফোরণে উনার শরীরে আগুন লেগে যায়। পরে আমাদের এখানে আনলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে লাইফ সাপোর্টে কাজী বাবুল চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যু হয়।
রবিবার(১৮ জানুঃ)জাতীয় কবির নাতি বাবুল কাজী দগ্ধ হয়ে ভর্তি হন। তার শরীরে ৭৫ শতাংশ দগ্ধ হয়। এই বিষয় নিয়ে তার চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।