বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ চত্বরে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ও দেশ মেডিকেল সেন্টারের সৌজন্যে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ হোসেন।
ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নাটোর জেলা সেক্রেটারি জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক জেলা সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা সভাপতি ইমরান ফরহাদ, সেক্রেটারি আল-আমিন, গোল-ই আফরোজ সরকারি কলেজ সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারী আবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং ক্যাম্পে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।