পটুয়াখালীর, দুমকিতে ওএমএস’র সরকারি ১১ বস্তা চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ঘটিকার সময়,লেবুখালী পাগলার মোড় এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়, স্থানীয় জনতা চালগুলো আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ চাল জব্দ করে এবং ডিলারের গুদাম সিলগালা করে দেয়।
দুমকি উপজেলার ২ নং লেবুখালী ইউনিয়নের খোলা বাজারে (ওএমএস) হতদরিদ্রেদের বিক্রয়ের জন্য নির্ধারিত ডিলার খলিল সিকদার হতদরিদ্রদের কাছে এসব চাল বিক্রি না করে গোপনে বেশি মূল্যে বিক্রির জন্য গুদাম থেকে স্থানীয় মালেক শিকদারের দোকানের সামনে চাল পাঠিয়ে দেয়। এ সময় স্থানীয় জনতা চাল আটক করে প্রশাসনকে খবর দেয়।
ডিলার খলিল সিকদার বলেন এসব চাল আমার নয়। আমি এর সাথে কোন রকম জড়িত নই।
উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে ১১ বস্তা চাল জব্দ করে ডিলারের গুদাম সিলগালা করে দেন।
দুমকি থানার অফিসার ইন চার্জ ওসি জাকির হোসেন বলেন ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে মামলা নম্বর-৩।