রাজারহাট উপজেলার উমর মজিদ ইউপির চতুর্থ শ্রেণিতে পড়া এক মেয়েশিশুকে (১১) ধর্ষণের চেষ্টা করেন। তার নাম আবুল কালাম (৫৫), পিতা মৃত ছমর উদ্দিন।
জানা যায়, কৌশলে নাবালিকা মেয়েকে টাকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ০৪/০২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মেয়ের বসত বাড়ীর পশ্চিম দিকে সুপারী বাগানের ভিতরে নিয়ে যাইয়া অসৎ উদ্দেশ্যে মেয়ের পরিহিত পায়জামা, কামিজ খোলার সময় নাবালিকা মেয়ে নিষেধ করার পরও উক্ত আসামী তাহা খুলে ফেলে এবং জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করেন।
পরে মেয়ে চিৎকার করার সময় উক্ত আসামী মেয়ের মুখ চেপে ধরে। ধস্তা-ধস্তির এক পর্যায় আসামীর হাত মেয়ের মুখ থেকে সরে গেলে মেয়ের চিৎকার শুনিয়া, মর্জিনা বেওয়া (৬৫) হাফিজুর ইসলাম (২৬) আব্দুস সালাম (৫৫) মোছাঃ আমেনা বেগম (২৫) সর্ব ইউপিঃ উমর মজিদ কুড়িগ্রামগন সহ বহু লোকজন আগাইয়া আসিলে উক্ত আসামী পরিস্থিতি খারাপ দেখিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। তার পরেই মেয়েকে নিয়ে জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম সদরে চিকিৎসার ব্যস্থা করেন।
উপরোক্ত ঘটনার বিষয় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে রাজারহাট থানায় একটি এজাহার দায়ের করেন।