![](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_1346650389799543.jpeg)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মনোনিত করায় জেলার বেলকুচি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে বেলকুচিতে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলা সদরের সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয়ে সেখান থেকে শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে বেলকুচি সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন।
পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির সদস্য হাজী আকছেদ আলী প্রামাণিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন আকন্দ, সাবেক যুগ্ম আহবায়ক আবু খালিদ রাজ্জাক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মুকুন্দগাতী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূইয়া।
উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শ্রমিকদলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, জেলা ছাত্রদলের সহ সভাপতি তারেক আরফান, মন্জুর কাদের, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদসহ বিভিন্ন অংগসমূহের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।