খুলনা জেলার কয়রায় ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উদযাপন এবং আলিম প্রথম বর্ষের নবীন বরণ ও সবক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় (১৮ই সেপ্টেম্বর) দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কয়রা উপজেলার বারবার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঘুগরাকাটি ফাজিল (ডিগ্রি) মাদরাসার নিজস্ব অডিটোরিয়ামে দিনব্যাপী সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে রজনীগন্ধার স্টিকার ও লাল গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও রচনা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে খুলনা জেলা নায়েবে আমির ও অত্র মাদরাসার স্বপ্নদ্রষ্টা উপাধ্যক্ষ মাওলানা মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওসমান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য আলহাজ্ব নুরুল হক, গভর্নিং বডির অন্যতম সদস্য মাওলানা আব্দুস সালাম, খুলনা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ আবুজার গিফারি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ইয়াছিন আরাফাত, সহকারী অধ্যাপক ও এমফিল গবেষণা মাওলানা আশরাফুল আলম, সহকারি অধ্যাপক ইংরেজি ও অনুষ্ঠান সঞ্চালক মোঃ শরিফুল আলম, সরকারী অধ্যাপক শ্যামনগরী মুফতি মোঃ আফতাবুজ্জামান, সিনিয়র মৌলভী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ইসলামী বক্তা ফরিদপুরী প্রভাষক মাওলানা নুর আলম, মাওলানা মোঃ গোলাম মোর্তজা, প্রভাষক মোহাঃ দুরুল হোদা, প্রভাষক মাওলানা মিনারুল ইসলাম, প্রভাষক বাংলা অনুপম মন্ডল, সিনিয়র সরকারি শিক্ষক খানজাহান আলী, সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, আইসিটি সহকারী শিক্ষক আখতারুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ আকাশ মিয়া, মোঃ শাহিনুর ইসলাম, মোঃ মাহমুদুর রহমান, ইসলামী ধর্মীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউনুস আলী, এবতেদায়ী প্রধান মাওলানা জি এম জায়েদ আলী, মাওলানা মোঃ ওয়ালীউল্লাহ, কারী মোঃ আলী হোসেন, প্রভাষক মাওলানা আব্দুল্লাহ, মৌলভী মোঃ মুজাইদুল ইসলাম ও অত্র মাদরাসার কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা রাখা খুবই প্রয়োজন, গবেষণা করে মানুষ কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ, উপগ্রহ আবিষ্কার করছে। আগামীতে উদ্ভাবনের এই ধারা আরো বেশি সম্ভাবনাময়। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদেরকে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ভালভাবে পড়ালেখা করে ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে।
অন্যান্য অতিথিরা বলেন, অযথা সময় নষ্ট না করে যে যত পড়াশোনায় মনোযোগী হবে, সে তত বেশি সফলতার নাগাল পাবে। বর্তমান ধর্ম উপদেষ্টা বলেন মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। এজন্য তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। নেপোলিয়ান বলেছেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে সন্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজ তথা দেশকে বাঁচাতে হবে ।