
লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পূর্ণ বিনামূল্যে সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্প নামে যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্রি চক্ষু সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ অলাভজনক সেবার অঙ্গিকারে চক্ষু চিকিৎসা, লেজার মেশিনে ছানি অপারেশন ও ওষুধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে স্মার্ট একাডেমি নামে একটি মানবিক সংগঠন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্মার্ট ফাউন্ডেশন, স্মার্ট একাডেমি ও স্টার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) এস এম রবিন শীষ, সনি এশিয়ার প্রতিনিধি মিস্টার রিকি, রামগঞ্জ কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও আই প্লাস হসপিটালের জেনারেল ম্যানেজার ও অভিজ্ঞ ডাক্তারসহ অনেকে।
স্মার্ট একাডেমির পরিচালক জহিরুল ইসলাম জানান, “আমরা ছানি অপারেশনসহ দুই দিনের ফ্রি ক্যাম্পের আয়োজন করলেও প্রথম দিনেই সহস্রাধিক রোগীর অনলাইন নিবন্ধন হয়েছে। তাই রোগীদের সেবা নিশ্চিত করতে আরও একদিন সময় বাড়ানোর চিন্তা করেছি।”
কারণ আমাদের এলাকায় বয়স্ক মুরুব্বিরা অনেকে টাকার অভাবে ভালোভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না বিধায় আমাদের এই উদ্যোগ। বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে এর আগে তুরস্ক থেকে অভিজ্ঞ ডাক্তারদের এনে বিনামূল্যে সুন্নাতে খাতনা করিয়েছিল স্মার্ট একাডেমি।
বিনামূল্যে নিজ এলাকায় বসে এতো সুন্দর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে অত্যন্ত খুশী রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের মানুষজন। নিয়মিত এমন জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা স্থানীয়দের।