
লক্ষীপুর জেলার রামগঞ্জে জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সম্মানে অনুষ্ঠিত হলো ‘বিপ্লবে সংকটে উদ্দীপ্ত তারুণ্য’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ রামগঞ্জ ছাত্র-ছাত্রী কল্যান পরিষদ।
অনুষ্ঠানে রামগঞ্জের সকল শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন মোহাম্মদ জহিরুল ইসলাম।
তিনি বলেন, “আমি সহ আমরা রামগঞ্জ বাসী এলাকার সকল শহীদ পরিবারের দায়িত্ব নিতে চাই। আজ থেকে আমরা সবাই আপনাদের সন্তান হিসেবে থাকবো।”
মহতি ওই অনুষ্ঠানে রামগঞ্জের প্রায় ৫ শতাধিক কৃতি শিক্ষার্থী ও একাধিক স্বেচ্ছাসেবী সংঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।