
পটুয়াখালীর দুমকিতে ইয়াংস্টার কর্তৃক এক জমকালো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
১৬/০২/২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৪ টায় আংগারিয়া ইউনিয়নের ৯নং পূর্ব জলিশা কদমতলা বাজার সংলগ্ন মাঠে কদমতলা ইয়াংস্টার ক্লাব কর্তৃক ৭ টি দলের স্বমন্বয়ে চুড়ান্ত ফাইনাল পর্বে ফেন্ডস জোন কম্পিউটার বনাম জলিশা সুপার যায়েন্টের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
১৪ ওভারের খেলায় শেষ পর্যন্ত ফ্রেন্ডস জোন কম্পিউটার দল বিজয়ি হয়।চ্যাম্পিয়ন দলকে ৩২” স্মার্ট টিভি দেয়া হয়।এবং রানারআপ দলকে ২৪” ফুল এইচ ডি টিভি প্রদান করা হয়।দলে ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে পুরুষ্কারিত করা হয় মো:ফয়সাল হোসেন।
দলের রেফারির দায়িত্বে ছিলেন,মো:জামিল খান ও মো:ফরহাদ খান।এ সময় উপস্থিত ছিলেন দুমকি, উপজেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃনাসির উদ্দিন জুয়েল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আংগারিয়া ইউনিয়নের সভাপতি কাজী মহিবুল্লাহ ও সিনিয়র সহ সভাপতি মোঃ সোবাহান সিকদার।
দুমকি উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক গোলাম মর্তুজা মোল্লা ও সদস্য সচিব জাহিদ খান সহ বিএনপি অন্যান্য সহযোগী সসদ্য বৃন্ধ।
এছাড়াও চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভাঃপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃকামাল হোসেন সহ বিভিন্ন আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।