
বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজার সংলগ্ন একটি বাসায় হাফসা আক্তার (১৪) নামের ৮ম শ্রেণির এক কিশোরী ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছ বেতাগী থানা পুলিশ।
২০শে ফেব্রুয়ারি ২০২৫ ইং বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী করুনা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
ঘটনা সূত্রে জানা যায়, নিহতের বাবা সামসুল হক একজন ডেকরেটর ব্যবসায়ী। সে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে মেয়েকে ডাকাডাকি করে। একপর্যায়ে কোন সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে তার মেয়ে ঝুলে আছে। এর পর লোকজন ঢেকে জড়ো করে।
অতপর বেতাগী থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নিয়ে গেছে। ঘটনাটি কেন বা কি কারনে হতে পারে তা জানা যায় নি।