ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বৃহস্পতিবার রাত পর্যন্ত সময় দেয়া হয়েছে। তারা শুক্রবার সকালে প্রতিবেদন জমা দেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
বৃহস্পতিবার দুপুরে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে সন্ধ্যার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেয়া হয়েছিল। সুষ্ঠু তদন্তের স্বার্থে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
প্রক্টর বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে আমরা প্রাথমিকভাবে চারজনকে শনাক্ত করতে পেরেছি। তদন্ত কমিটি মনে করে আরও কিছু দুষ্কৃতকারী রয়েছে। তাই কমিটি আমাদের কাছে আজ রাত পর্যন্ত সময় চেয়েছে। তাই আমরা কমিটিকে বলেছি, বৃহত্তর স্বার্থে আপনারা আজ রাত পর্যন্ত কাজ করেন, যেন সব দুষ্কৃতকারীকে চিহ্নিত করা যায়। আমরা আশা করি কালকে ওনারা চূড়ান্ত প্রতিবেদন দেবেন।’
সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদের বার্তা খুবই স্পষ্ট। এ ধরনের ঘটনায় এত দ্রুত মামলা হয়েছে এমন নজির আমার মনে হয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। আমাদের শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের অভূতপূর্ব সহযোগিতায় আমরা চারজনকে শনাক্ত করতে পেরেছি। কোন দুষ্কৃতকারী ছাড়া পাবে না।’
তিনি বলেন, ‘যাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে তাদের ব্যাপার আমাদের ভিডিও ফুটেজ আছে। তারা যখন হল প্রাধ্যক্ষের রুমে নিজেদের জবানবন্দি দিতে আসে তখন তারা নিজেরাই নিশ্চিত করেছে যে ফুটেজের ছবিটি তাদের। তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল- এ ধরনের ফুটেজও আমাদের কাছে আছে।’
প্রক্টর আরও বলেন, ‘এই ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তাদের যে গ্রোমিংটা হয় এটি তো ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না। তারা তো অলরেডি তৈরি হয়েই আসে।
‘যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন ছাত্রলীগের সাবেক নেতা। তাদের মধ্যে দীর্ঘ ১৫ বছরের একটি চর্চা আছে। তাদের মধ্যে একটা উন্মাদনা-উন্মত্ততা আছে। শিক্ষার্থীদের মধ্যেও যে কিছু বিপথগামী রয়েছে সেটি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে প্রকাশ হলো।’