বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ । ৩:০২ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থ বছরের এডিবি প্রকল্পের আওতায় তিনটি ট্রেডে শতাধিক প্রশিক্ষনার্থী যুব মহিলাদের বিউটিফিকেশন ও দর্জি প্রশিক্ষণ এবং যুবকদেরকে মোটর কার ড্রাইভিং শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। 

২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা, জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসমত আলী,ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম মন্ডলসহ শতাধিক যৃুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন