
নাটোরের সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তৌহিদী জনতার উদ্যোগে চলনবিল গেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রবিউল করিম খোকন, হাফেজ ওমর ফারুক, মাওলানা রুহুল আমিন প্রমুখ।
সমাবেশ শেষে ইসরায়েলী পণ্য বর্জনের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।