লা লিগায় এবারের মৌসুমে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। তবে সেই ছন্দ চ্যাম্পিয়নস লিগে ধরে রাখতে পারেনি কাতালানরা। হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ মৌসুম শুরু করেছে দলটি। মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে শুরুতেই লিড নেয় মোনাকো। ম্যাচের ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মানসা। এরপর ম্যাচের ২৮ মিনিটে সমতায় ফেরে বার্সা। লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের ভালো সুযোগ পায় রাফিনিয়া। ম্যাচের ৫৫ মিনিটে ডান দিক থেকে জুল কুন্দের বাড়ানো বলে বক্সে স্লাইডে পা ছোঁয়াতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অন্যদিকে ম্যাচের ৭১ মিনিটে ফের গোলের দেখা পায় মোনাকো। বদলি নামা ইলেনিখেনার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো।