
সিরাজগঞ্জের বেলকুচিতে ক্লাইমেট এ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল রবিবার দুপুরে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়নে ও সুইডেনের অর্থায়নে উপজেলার চালা এম. এম. প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রকল্প কর্মকর্তা শারমিন আক্তার, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল আলম, আকলিমা আক্তার, সাংবাদিক সবুজ সরকার, আব্দুর রশিদ ভূইয়া, হামিদা বেগম প্রমুখ।