
খুলনা মহানগরীর বাগমারা এলাকার একটি দোকানে চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে নারীসহ আরো তিনজনকে। রবিবার (৪ মে) দুপুরে নগরীর বাগমারা সেতু এলাকায় ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ আজিজকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার (৩ মে) রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটি মুদি দোকানে চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তাদের কাছ থেকে চোরাই মালামাল জব্দ হয়।
এরই জেরে রবিবার দুপুরে রানা এবং মাহাবুবুর রহমান মাহু নামে দুইজনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলি আব্দুল আজিজের বুকের ডানপাশে বিদ্ধ হয়। কুপিয়ে জখম করা হয় সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও নজরুল ইসলামকে। লাঠির আঘাতে আহত হন নিলুফা বেগম নামে এক নারী।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “চুরির ঘটনার জেরে সংঘর্ষের সূত্রপাত। প্রথমে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায়। পরে এলাকার মানুষ নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”