যুদ্ধের পর পাকিস্তানেও শুরু হলো পিএসএল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৮ মে, ২০২৫ । ১:৪১ অপরাহ্ণ

ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে চারদিনের ভয়াবহ যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবারও ক্রিকেট মাঠে গড়ানোর পরিবেশ তৈরি হয়। সে আলোকে আইপিএলের মত আজ থেকেই শুরু হলো পিএসএলের বাকি অংশ।

প্লে-অফ এবং ফাইনালসহ পিএসএলের বাকি আর মাত্র ৮টি ম্যাচ। প্রথমে বলা হয়েছিল, আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে পিএসএলের এই অংশ। কিন্তু না, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পাকিস্তানেই অনুষ্ঠিত হবে পিএসএলের অবশিষ্ট ম্যাচগুলো।

পিএসএলের গ্রুপ পর্বের বাকি সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর প্লে-অফের ম্যাচগুলো হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি পেশোয়ার জালমি এবং করাচি কিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজম। ব্যাট করার আমন্ত্রণ জানালেন করাচি অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

করাচি কিংস ৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। পেশোয়ার জালটি প্লে-অফের লড়াইয়ে একটু পিছিয়ে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। অবস্থান পঞ্চম।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন