বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সংখ্যা বাড়াল আরব আমিরাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫ । ৯:৫৬ অপরাহ্ণ

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আরব আমিরাত গিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। এরপরই জানা যায় বাড়তি আরেকটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বিসিবির এমন প্রস্তাবে সায় দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

মূলত, আরব আমিরাত সফর শেষ করে পাকিস্তানে উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পূর্বের সূচি অনুসারে হচ্ছে না বাবরদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে ২৭ মে থেকে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো।

যার ফলে পাকিস্তানে যাওয়ার সময়টাও পিছিয়ে গেছে। তাই আরব আমিরাতের সঙ্গে আরও একটি ম্যাচ খেলে সেই সময়টা কাজে লাগাতে চেয়েছিল বিসিবি।

তাই প্রথম ম্যাচ শেষে আমিরাত ক্রিকেট বোর্ডকে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি। আর সেই প্রস্তব মেনে নিয়েছে স্বাগতিক দেশটি। এতেই দুই ম্যাচের সিরিজ রূপ নিয়েছে তিন ম্যাচের সিরিজে।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন