বেলকুচিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ২:৫৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৪ মে) বিকালে উপজেলার চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চন্দনগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সরওয়ার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মো: হাসান উল করিম। 

এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ৪ টি পদের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়।

এতে  সভাপতি হিসেবে মনোনীত করা হয় শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম সরকারকে, সাধারণ সম্পাদক হিসেবে শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনোয়ারুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আচাদাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিউটন ও মহিলা সম্পাদিকা হিসেবে দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: মিশরাত জাহান কে।

বাকি পদগুলো আগামী ৩০ কার্য দিবসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় ঘোষিত কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন উপস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন