খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম আবৃত্তি সংগঠন ‘ওংকার শৃণুতা’র উদ্যোগে আজ তিন পর্বের দিনব্যাপী বাচিক উৎকর্ষ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু এক নাম্বার একাডেমিক ভবনের উঠান,স্থাপত্য ডিসিপ্লিনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথম পর্বে “প্রমীত উচ্চারণ ও দৈনন্দিন বাক চর্চার” উপর প্রশিক্ষণ দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক মৌমিতা রায়। এসময় তিনি বলেন, বাংলা ভাষায় প্রমিত উচ্চারণের ক্ষেত্রে সর্বদা শুদ্ধতার পরিচর্যা করতে হবে।
এছাড়াও কর্মশালাটির দ্বিতীয় পর্ব শুরু হয় সকাল ১১ টায়। “বাংলা ভাষা: উত্তর-আধুনিক জীবনে আবৃত্তি ও সাংগঠনিক চর্চায়” প্রশিক্ষনকালে আবৃত্তিশিল্পী ও সংগঠক মাজহারুল হক লিপু বলেন,ভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি এটাকে টিকিয়ে রাখতে হবে। আমরা উত্তর আধুনিক হলেও আমাদের ভাষা আধুনিক, প্রায় ছয় হাজার বছর ধরে নানা পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা আসে।
কর্মশালাটির তৃতীয় অর্থাৎ শেষ পর্ব বিকাল দুইটার প্রশিক্ষন দেন আবৃত্তিশিল্পী কাজল ইসলাম। যার আলোচনায় বিষয় “আবৃত্তি নির্মাণ” এ সময় তিনি বলেন, মেধার চর্চা ও কবিতা না পড়লে আবৃত্তি করা সম্ভব না।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে থাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (খুবিসাস)।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান হয়।