শনিবার বিকাল ৩ টায় শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মঠবাটীতে এক মতবিনিময় সভা অশোক কুমার ঘোষ এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা এস এম ইনামুল হক।
এসময় বক্তৃতা করেন উপজেলা উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে মোঃ আসলাম পারভেজ, মোঃ আমিনুর রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম তারিক,মোঃ মোস্তাফিজুর রহমান লিপ্টন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ গাজী, মোঃ মোস্তাফিজুর রহমান কাজল, মোঃ শাহিনুর রহমান(ছাত্রনেতা), পার্থসারথী সরকার, প্রশান্ত সরকার, মিলন কুমার রায় চৌধুরী, সুদ্বীপ সরকার সহ অনেকেই।
একসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই। হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। আসন্ন শারদীয়া দুর্গাপূজা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সকল কর্মীকে অতন্দ্র পহরীর মত দায়িত্ব পালন করতে হবে।