সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ কুরবান আলী, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ । ৯:৩৩ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় প্রতি বছরের ন্যায় এবারও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। শনিবার শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার আয়োজন করেন মন্দির কমিটি।

যেসব চিকিৎস সেবা দেনঃ
ডা. শান্তনু কুমার সাহা, ডা. বর্ণালী তালুকদা, ডা: ফারজানা রহমান দৃষ্টি, ডা. সনদ ঘোষ, ডা.শাহজালাল সরকার, ডা.শাফওয়ানুর রহমান শান্ত, ডা. রিকো।

বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপি প্রায় সাড়ে তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে বলে জানান মন্দির কমিটি।
এসময় মন্দির কমিটির সভাপতি বিনোদ কুমার দত্ত, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পের উদ্যোগতা ডা. শান্তনু কুমার সাহা বলেন, দূর্গা পূজা উপলক্ষে বিগত ১৫ বছর ধরে প্রতি দুর্গা পূজায় এই আয়োজন করে থাকেন তারা।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন