কানাডার পর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে যুক্তরাষ্ট্র। খালিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই।
শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা বিবিসি।
আমেরিকান তদন্তকারী সংস্থা আদালতে এফবিআই আদালতে গত মাসে দাবি করেছিল, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বিকাশ যাদব।
অভিযোগে যুক্তরাষ্ট্র বলেছে, পান্নুনকে হত্যার ছক কষতে বিকাশ যাদবকে নিয়োগ দিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। তাকে একজন ‘সিনিয়র ফিল্ড অফিসার’ হিসেবে উল্লেখ করেছে ওই সংস্থা। ভারতের হয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা ও গোয়েন্দাগিরির কাজ করতেন তিনি।
অভিযুক্তকরণ নথিতে আরও উল্লেখ করা হয়, ভারতের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ হয়ে কাজ করতেন বিকাশ যাদব। পান্নুনকে হত্যার জন্য নিউইয়র্কে তার ঠিকানা, ফোন নম্বর ও প্রতিদিনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য ভাড়াটে নিখিল গুপ্তকে দিয়েছিলেন বিকাশ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাশ যাদব এখনো মুক্ত রয়েছেন। তাকে আটক করা যায়নি। অভিযুক্ত বিকাশ এখন ভারতেই রয়েছেন।
ধারণা করা হচ্ছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ফেরানোর জন্য মার্কিন সরকার পদক্ষেপ নিতে পারে। এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পরপরই বিকাশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ।
গত সোমবার আরেক খালিস্তানি নেতা নিজ্জর হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দাদের জড়িত থাকার ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর জেরে অটোয়ায় ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাসহ ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা সরকার। পাল্টা জবাবে ভারত থেকে কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনারসহ ছয়জন কূটনীতিককে বহিষ্কার করে নয়াদিল্লি। এ নিয়ে চাপের মুখে রয়েছে ভারত।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করে যুক্তরাষ্ট্রের আদালত। অজিত ডোভালের সঙ্গে তলব করা হয় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েল, বিকাশ যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে, পান্নুন হত্যার জন্য দল ভাড়া করেছিলেন বিকাশ যাদব নামে এক ভারতীয় গোয়েন্দা এজেন্ট। এমনকি প্রতিবেদনে এও দাবি করা হয়েছে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন তৎকালীন (র) প্রধান সামন্ত গোয়েল। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিষয়টি জানতেন। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন অস্বীকার করে এসেছে ভারত।
পান্নুন হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে চেক প্রজাতন্ত্র থেকে ফেরত আনে নিউইয়র্ক পুলিশ। গত বছর নিখিলকে গ্রেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। প্রায় একবছর পর চেক পুলিশ তাকে তুলে দেয় মার্কিন বিচার বিভাগের কাছে।