মোঃ কুরবান আলী , স্টাফ রিপোর্টার: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠার তান্ডব ও পল্টন হত্যাকান্ডের খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল ৪টায় সিংড়া উপজেলা কোট মাঠ আমচত্র ও পৌর জামায়াতের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ’র সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী মো. মিজানুর রহমানের সঞ্চালনয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. আফছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, কর্মপরিষদ সদস্য আবু মুসা ফেরদৌস, মাওলানা সেলিম রেজা, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মতলেব হোসেন, আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম, সিংড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।
সমাবেশ শেষে, রক্তাক্ত ২৮ অক্টোবর আজ দৈনিক সংগ্রাম প্রতিকা সকলের হাতে হাতে দেন ও মিছিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।