মোঃ কুরবান আলী , স্টাফ রিপোর্টার : ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় উপজেলার শেরকোল নিচা বাজারে শেরকোল ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক।
শেরকোল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রেজাউল করিম সুরুজ্জল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর আলী, সিংড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ পলাশ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।