প্রশাসনে একজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চার অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। ওএসডি ৩ অতিরিক্ত সচিবকে পদায়ন করা হয়েছে। এক অতিরিক্ত সচিবকে ওএসডি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
এক অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে একটি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এক যুগ্মসচিবকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। উপ-সচিব পর্যায়ে ৪ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ২ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার পদে ৮ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
জারি করা আদেশে, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সাবেক স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনস্বার্থে তাকে অবসরে পাঠানো হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। তিনি নিয়ম অনুসারে সার্ভিস বেনিফিট পাবেন।
পৃথক আদেশে প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে একই পদে পদায়ন করা হয়েছে। পৃথক একাধিক আদেশে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আনোয়ারুল হাবিবকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজাকে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।
একাধিক পৃথক আদেশে ওএসডি অতিরিক্ত সচিব মো. ইউনূছ আলীকে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক, মো. শাখাওয়াত হোসেনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং মো. শেখাবুর রহমানকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে।
অপর এক আদেশে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়কে ওএসডি করা হয়েছে।
অপর এক আদেশে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মমিনুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এবং বিসিক’র রাজশাহী অঞ্চলের পরিচালক মো. রোজাউল আলম সরকারকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার-ঢাকা হিসাবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সৈয়দ এনামুল কবির, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা এবং অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব নওশের আহমেদকে জুলাই আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় গঠিত বিশেষ সেলে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে ওএসডি উপ-সচিব আশিকুন নাহারকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে নরসিংদী জেলার শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. সজীবকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে মাদারীপুর এবং শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিনকে ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ভিন্ন দুটি আদেশে আটজন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।