আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বুধবার।
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ প্যাকেজ ঘোষণা করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বুধবার বেলা আড়াইটায় হিজরি ১৪৪৬ সালের (২০২৫ খ্রিষ্টাব্দ) হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন।
এ ব্রিফিংয়ে অংশগ্রহণে জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।