ওমানকে উড়িয়ে বড় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ১২:৩৪ অপরাহ্ণ

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের ম্যাচগুলো ৬ জন প্লেয়ারকে নিয়ে ৬ ওভারে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের দল। জবাবে ১১৩ রানে গুঁটিয়ে যায় ওমানের ইনিংস। ফলে ৩৪ রানের বড় জয় পায় বাংলাদেশ।

এদিন ওপেনিং জুটিই উড়ন্ত সূচনা এনে দেন বাংলাদেশের। জিসান আলম ও ইয়াসির আলী জুটিতে আসে ৩৬ রান। জিসান ১২ বলে ৮টি ছক্কা এবং একটি চার মেরে করেন ৫৫ রান। টুর্নামেন্টের নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে উঠে যেতে হয়।

এরপর ব্যাটে আসেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও ১২ বলে ৭টি ছক্কা ও ৩টি চারে করেন ৫৫ রান। ইয়াসির ২৬ ও আবু হায়দার ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

এদিন বল হাতে ২টি উইকেট নেন জিসান। ম্যাচে সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট পেয়েছেন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন