৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল র্যালি করেছে বিএনপি নেতা এস এম মামুন বিল্লাহ। ঢাকা উত্তর সিটির কাফরুল থানাধীন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন মামুন বিল্লাহ। বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে বরাবরের ন্যায় এদিনও রাজপথে সরগরম ছিলো মামুন ও তার নেতাকর্মীরা।
কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকরানুল হক আকরামকে সম্মুখে রেখে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় র্যালি শুরু করে মামুন। যা সন্ধ্যা সোয়া ৬টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
এদিন রাজধানীর নয়া পল্টন থেকে র্যালি শুরু হয়। পার্টি অফিসের সামনে থেকে মৎস ভবন, শাহবাগ, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় তাদের বিপ্লবী র্যালি।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকরানুল হক আকরাম বলেন, “এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই গণতন্ত্র পরিস্ফুটিত হয়। তাই ঐতিহাসিক ৭ নভেম্বরকে বিএনপি তথা বাঙলার গনতন্ত্র প্রেমী সকলেই বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। আমরা চাই, স্বৈরাচারী শাসন এদেশে আর কখনোই ফিরে না আসুক। বাঙলার মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করুক, এটাই আমাদের প্রত্যাশা।”
মূলত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে ৭ নভেম্বর দিবসটি পালন করে বিএনপি ও তাদের সকল অঙ্গসংগঠন। শুরু থেকেই দলীয়ভাবে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি। ৭ নভেম্বর বৃহস্পতিবার অফিসের দিন থাকায় জনগণের ভোগান্তি কমাতে বিএনপি শুক্রবার (৮ নভেম্বর) র্যালির দিন ঠিক করে।
বিএনপি নেতা মামুন বিল্লাহ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশের মানুষের সার্বিক কল্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার আদর্শকে আমরা লালন করে এগিয়ে চলেছি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসাধারণের আজকের স্বতঃস্ফূর্ত র্যালিই আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা প্রমাণ করে। বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যোগ্য ও দক্ষ অভিভাবক জনাব আমিনুল হক যেভাবে বলছেন, আমরা ঠিক সেভাবেই পরিচ্ছন্ন রাজনীতির ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”
সেই মোতাবেক বিএনপি নেতা মামুন বিল্লাহর একক উদ্যোগে এমন র্যালি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে কাফরুল থানা তথা মহানগর উত্তর বিএনপিতে। একদিনের কর্মসূচিতে বিএনপি নেতা আকরাম, মামুন বিল্লাহ ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।