ভেঙে যাচ্ছে সংগীতশিল্পী এ আর রহমানের সংসার

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ । ১১:৩২ অপরাহ্ণ

ভাঙতে বসেছে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের সংসার। বুধবার (২০ নভেম্বর) যৌথ এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তারা।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া বিবৃতিতে এ দম্পতি বলেন— ‘আমরা ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম। কিন্তু তা অদেখাই রয়ে গেল। ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু, এই যন্ত্রণার মাঝে আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না, এই ভাঙা হৃদয় আর কখনো জোড়া লাগবে কিনা। বন্ধুরা, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’

এ আর রহমান ও সায়রা বানু দম্পতির কন্যা খাতিজা রহমান ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘সবার কাছে অনুরোধ করছি, এই সময়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করুন।’

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন