নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি জরুরি বিভাগে নিয়ে আসা হয়।দগ্ধরা হলেন,বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২),শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।
এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে জরুরী বিভাগে আনা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীরের কত শতাংশ বার্ন হয়েছে সে বিষয়টি এখন নির্ধারণ করা সম্ভব হয়নি।
বসুন্ধরার মিডিয়া শাখার ডিজিএম মোঃ মাসুদ জানান, সকালে এয়ার ফ্রেশনার রিফিল করার সময় একটি দুর্ঘটনা ঘটে এতে দশজন আহত হয়। তাদের বেশিরভাগ কে ছেড়ে দিবেন বলে জানিয়েছেন চিকিৎসক দুই তিনজনকে রাখতে পারেন তাদের দুই তিন দিন চিকিৎসা নিতে হতে পারে বলে জানান তিনি।