পৃথিবী কতোটা নিষ্ঠুর তা জানে এই মা! কোলের ফুটফুটে শিশুটিকে নিয়ে গাছতলায় বসবাস করছেন অসহায় নাসরিন ও তার ফুটফুটে কোলের কন্যা শিশুটি,দেখার কেউ নেই। নেই দু-মুঠো ভাতের কোনো নিশ্চয়তা।
বিগত দুই মাস ধরে জরাজীর্ণ অবস্থায় ঝিনাইদহের ফায়ার সার্ভিসের সামনে পাবলিক হেল্থ জামে মসজিদের ঈদগাঁহের পাশে একটি গাছ তলায় বসবাস করছেন এই অসহায় এতিম মিহলা ও তার একটি ছোট্ট শিশু। একটি মানুষের মৌলিক চাহিদা দিতে রাষ্ট্র বাধ্য কিন্তু এই রাষ্ট্র কি তার কোনো সুবিধা দিচ্ছে? মানুষ হয়ে আসুন আমরা মানুষের পাশে দাড়াই।
তার সাথে কথা বলে মনে হয় তিনি বেশ ভালো পরিবারের মেয়ে,কথাবার্তা বেশ মার্জিত ও ভদ্রতার স্পষ্ট ছাপ,তিনি জানান ইতিপূর্বে দিনি ঝিনাইদহের সদর হসপিটালের কাজ করতেন, সম্প্রতি শারীরিক ভাবে অসুস্থ হবার কারনে কাজটি চলে যায়, ঘর ভাড়া দেবার কোনো উপায় নেই, যার কারনে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন একমাত্র কোলের শিশুটি নিয়ে, পথে পথে ঘরতে ঘুরতে অবশেষে এখানে এসে আশ্রয় নিয়েছেন।
তার বাবা মা ভাই বা স্বামী কেউই নেই। কোনো মানুষের কাছে সাহায্য সহযোগীতাও তিনি চেয়ে বেড়ান না, কেউ খেতে দিলে খান,আর না দিলে এই ছোট্ট বাচ্চাটিসহ সারা দিন রাত না খেয়েই পড়ে থাকেন এই গাছ তলায়। এই শীতে ছোট্ট এই শিশুটিকে নিয়ে স্বামী হারা, বাবা মা হারা এই এতিম মহিলাটি গাছতলায় না খেয়ে দিন পার করছেন।
স্থানীয় জনগণ সাংবাদিকদের মাধ্যমে জানান,
ঝিনাইদহের সমাজসেবা ও স্থানীয় সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি,আপনারা আসুন এই মাসুম বাচ্চা ও মহিলার পাশে দাড়ান তাদের জন্যে কোনো ভাবে একটি ঘরের ব্যবস্থা করা যায় কিনা সেটা দশজনে মিলে চেষ্টা করুন।