টাঙ্গাইলের ঘাটাইলে ৭ বছরের শিশু মেয়েকে দোকান থেকে মজা কিনে দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে ৭০ বছরের বৃদ্ধ আব্দুল বাছেদের বিরুদ্ধে।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অথচ সেই মানুষই কাজ করছে অমানুষের মতো! কেননা এক সময়ে কিছু কিছু মানুষরূপী খারাদরজাল এর আবির্ভাব হয়েছে। তাদের কারণে পুরো মানবজাতির আজ স্থায়ী বদনাম সৃষ্টি হয়েছে যা মেনে নেয়ারমত নয়।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৭ বছরে এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৭০ বছরের বৃদ্ধের কাছে। দেশে প্রতিদিন ঘটছে এমন অসংখ্য ঘটনা, সমাজের এক শ্রেণীর মানুষ রূপী খারাদরজাল গুলোর হাতে ধর্ষন যৌন
নিপিড়নের শিকার হচ্ছে।
এদের হাত থেকে রেহাই পাচ্ছেনা শিশু ও বৃদ্ধ নারীরাও স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়, হোটেল, রেস্তরা, রাস্তা ঘাটে এমনকি বাড়ীতেও তাদের কোন নিরাপত্তা নেই।
ব্যাক্তি সমাজ ও পরিবার থেকে মানবতা আজ হারিয়ে যাচ্ছে, আপনজনের কাছেও এখন আর নিরাপদ বোধ করছে না মায়ের জাত নারীরা,
ধীরে ধীরে আমরা অসভ্য, বর্বর জাতিতে পরিনত হচ্ছি ঘাটাইলের পৌর শহরের উত্তর চান্দশী গ্রামের ৭ বছরের শিশু মোছাঃ মারিয়ার কথা, শিশু মারিয়া শারীরিক ভাবে বুদ্ধি প্রতিবন্ধী একটি মেয়ে,
অত্যন্ত হত দরিদ্র ঘরে জন্ম এই শিশুটির। একবেলা খেলে অন্য বেলা কি খাবে এমন সামর্থ্য নেই এই পরিবারটির। একমাত্র প্রতিবন্ধী মেয়েটিই যেন দরিদ্র পরিবারটির আধাঁর ঘরের চাঁদের আলো।
কিন্তু প্রতিবন্ধী এই শিশুটির উপর নজর পরে একই গ্রামের ৭০ বছরের বৃদ্ধ মোঃ আব্দুল বাছেদের। মেয়েটিকে দোকান থেকে মজো কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাতে একটি দশ টাকার নোট গুজে দিয়ে নিজ বাড়ীতে ঘরের মধ্যে ঢুকিয়ে ধর্ষনের চেষ্টা করে বাছেদ নামের এক নরপশু।
জানা যায়, এ ঘটনায় শিশুটির মা মোছাঃ শরিফা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০২০ এর ৯ (৪) (খ) ধারায় গত (২৫ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করে, মামলা নং ১৭।
মামলার বিবরন ও এলাকাবাসি সুত্রে জানা যায়,
বাড়ীর পাশেই মাঠে খেলাধুলা করতে যায় প্রতিবন্ধী শিশুটি এ সময় বাছেদ ডেকে নিয়ে ১০টার একটি নোট হাতে দিয়ে মজা খেতে বলে, ক্ষুধার যন্ত্রনায় মেয়েটি একটি বড় পাওরুটি কিনে খেতে চায়।
কিন্তু দশ টাকায় দোকানে গিয়ে রুটি কিনতে না পারায় আরও দশটার বায়না ধরে বৃদ্ধের কাছে। এই সুযোগে লম্পট বৃদ্ধ আরো ১০ টাকা দিয়ে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শিশুটিকে।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন,
মারিয়া নামক এক মেয়ে কে ৬৫ বছর বয়স্ক আব্দুল বাছেদ নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ঘাটাইল দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও বুদ্ধি প্রতিবন্ধী। এ ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ গিয়ে আসামী আব্দুল বাছেদকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আসামী আব্দুল বাছেদ কে আদালতে প্রেরণ করা হয়।