কোনো অনুশীলন মাঠ থেকে নয়। এবার পরীক্ষার হল থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে নুজহাত সাবা। জি ঠিকই শুনেছেন।
জানা যায়, বিইউপি শিক্ষার্থী নুজহাত সাবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ধারাভাষ্যকার হিসেবে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের ম্যাচে ধারাভাষ্য কক্ষে ধারাভাষ্য দিয়েছেন আলোচিত নুজহাত সাবা।
এদিন নুজহাতের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের মিড টার্ম পরীক্ষা ছিল।
তাই পরীক্ষা শেষ করেই পরীক্ষার হল থেকে সরাসরি তিনি যোগ দেন ধারাভাষ্য দিতে। এজন্য ম্যাচের দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য দিয়েছেন সাবা।
উল্লেখ্য, নুজহাত একজন নারী ক্রিকেটার। খেলেছেন ঢাকা লিগও। তাই তাকে নিয়ে সর্বমহলে আলোচনা এখন তুঙ্গে।