স্বাধীনতা তুমি
স্বাধীনতা, হে প্রাণের স্বাধীনতা
তুমি এত নিষ্ঠুর এতই পাষাণ
তোমার জন্য বিসর্জন দিয়েছে
কত-না নর নারীর প্রাণ।
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
ফুটেছে কতশত ফুল
হে নির্দয় স্বাধীনতা, তুমি তো খালি করেছো
অসংখ্য মায়ের কোল।
মা, মাগো তুমি আর কত কাঁদবে
উঠোনের সেই সজনে গাছটি ধরে
চেয়ে দেখ মা, পূর্ব দিকে উঠেছে রবি
স্বাধীন বাংলার রক্তিম রক্ত নিয়ে।
লেখক: শহিদুজ্জামান শাকিল
শিক্ষাপ্রতিষ্ঠান: ঢাকা কলেজ
বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান (২০২৩-২০২৪)।