রাজধানীর শাহবাগ থানার টিএসসি মোড় ও পল্টন ফকিরাপুল পানির টাংকি এলাকায় থেকে পৃথক ঘটনায় অজ্ঞাত(৫৫)ও অজ্ঞাত(৪০)দুই ব্যক্তির মরদেহ উদ্ধার।
শনিবার(০৭ ডিসেম্বর)বিকেল সাড়ে তিনটা ও দুপুর আড়াইটার দিকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান,আমরা খবর পেয়ে শাহবাগ টিএসসি মোড় সোহরাওয়ার্দী উদ্যান তিন নাম্বার গেটের পাশে পচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,
স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির তার নাম জানতে পারি কামাল হোসেন ওই এলাকায় থাকতো ও সবার কাছে চেয়ে চেয়ে খেত। নিহত ব্যক্তির বিস্তারিত ঠিকানা কিছু পাওয়া যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে,পল্টনের ফকিরাপুল পানির টাংকির বিপরীত পাশে বক্স কালভার্ট রোডে মাথায় হোটেলের সামনে অজ্ঞত(৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার।
তাকে ঢাকা নিয়ে আসা মোঃ রাজু জানান, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই সিএনজি চালক অচেতন অবস্থায় সিএনজির মধ্যে পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মোরাদহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুর মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো বলেন,
পল্টন ফকিরাপুল পানি টাংকি এলাকা থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তার কাছ থেকে জানা যায় নিহত ব্যক্তি সিএনজি চালক নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।