সিরাজগঞ্জে আগস্ট ২৪’র গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবারকে ইজিবাইক প্রদান

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ । ৭:৩৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জে জুলাই-আগস্ট ২৪’র গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য একটি ইজিবাইক প্রদান করা হয়েছে।

রোববার (৮ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবা মোঃ গঞ্জের আলীর হাতে ইজিবাইকটি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

এ সময় জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসানসহ সুমনের পরিবারের সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার মোঃ গঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিতে নিহত হন।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন