“সবার জন্য মর্যদা, স্বাধীনতা ও ন্যায়বিচার” এই স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বিশেষ আয়োজন করে জনপ্রিয় মানবাধিকার সংগঠন “ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ”।
এরই ধারাবাহিকতায় আজ ঢাকা জাতীয় প্রেসক্লাবে ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশস বাংলাদেশ এর কর্নধার, প্রতিষ্ঠতা পরিচালক ও ইউথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি হেড জনাব লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানার সভাপতিত্বে দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় প্রেস ক্লবের আব্দুস ছালাম হলে আন্তজাতিক মানবাধিকার দিবসে “মানবাধিকার লঙ্ঘন: বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা শীর্ষক বিষয়ে চলে সংবাদ সম্মেলন। যেখানে সমাজের বিভিন্ন শ্রেনী পেষার, দলের ব্যাক্তিত্ব উপস্থিত থেকে তাদের মূল্যবাদ অভিব্যক্তি ও দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলরুমে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় “মানবাধিকার লঙ্ঘন: বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা” শীর্ষক বিষয়ে সামাজিক সংগঠক, ত্যাগী ও গুণী মানবাধিকার কর্মী লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা’র একনিষ্ঠ নির্দেশনায় পরিচালিত হয় সংবাদ সম্মেলন।
এদিনের অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠকালে লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা মানবাধিকার, দেশের সার্বিক ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তাছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানবাধিকার সমুন্নত রাখতে অসাধারণ বক্তব্য দেন তিনি।
মূলত লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানা “ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ” এর চেয়ারম্যান এবং কান্ট্রি প্রেসিডেন্ট। নানাবিধ সামাজিক ও জনকল্যাণমুখী কাজের পাশাপাশি একনিষ্ঠ ও সুনামের সাথে মানবাধিকার রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের জন্যই তিনি দেশব্যাপী অধিক পরিচিত।
বিশ্ব মানবাধিকার দিবসে উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন এ্যাডভোকেট জনাব রিয়াজ হোসেন সিদ্দিকী- প্রধান সমন্বয়ক, ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ।
এছাড়া ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ এর মুখ্য সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান বিশেষ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন:
জনব নুরুল কাদের সোহেল, সদস্য সচিব রাষ্ট্রভাবনা, জনাব গোলাম সারোয়ার মিলন, সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, প্রধান সমন্ময়ক, রাষ্ট্রভাবনা, জনাব প্রফেসর ডঃ নাজমূল আহসান কলিমউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জনাব লায়ন খান আখতারুজ্জামান, জনাব এস এম আমানউল্লাহ, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদ্য, বাংলাদেশ মোঃ রমিজ উদ্দিন রুমি উনমুক্ত গনতান্ত্রিক পরিষদ এর সভাপতি, মোঃ ফজলুল হক, সভাপতি জাতীয় তরুন সংঘ, জনাব ফয়েজ রহমান ইমরান, বিশিষ্ঠ সমাজ সেবক যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিক কর্মী, জনাব নাজমূল হক রাজনৈতিবিদ সহ আরও অনেকে।