রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার একটি আবাসিক হোটেল থেকে মোঃ আরাফাত ইসলাম (২৩) সৌদি প্রবাসী যুবকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(২০ ডিসেম্বর)দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজঝ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ সফিকুল ইসলাম খান বলেন, আমরা খবর ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের ৫মতলার ৪১১ নং রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন,
আমরা জানতে পেরেছি নিহত ওই যুবক সৌদি প্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন।এবং স্বর্ণা বিনতে(মিম)নামের তার এক মেয়েকে নিয়ে গত (১৮ ডিসেম্বর)ওই হোটেলে ওঠেন। পরে তাদের মধ্যে মনোমালিন্য হলে তার প্রেমিকা সেখান থেকে চলে যান।
পরে নিহতের বাবা হত্যা মামলা করলে অভিযুক্ত স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।নিহতের গ্রামের বাড়ি,মাদারীপুর জেলা সিবচর থানার জাদুয়ারচর গ্রামে জয়নাল মুন্সির সন্তান। বর্তমানে, খিলগাঁওয়ের ৬০০/১ ছাপরা মসজিদের পাশে ৩০ নং রোড দ: গোড়ান।