রাজধানী ভাটার থানার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের রোড-১২ বাসা-৩৪৫ নং একটি নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে নুর আলম(৩০)নির্মাণশ্রমিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার(২২ ডিসেঃ)সকাল ১০ দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতর আত্মীয় রিমা আক্তার বলেন,
নুর আলম একজন শ্রমিক সকালের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-ডি রোড-১২ বাসা ৩৪৫নং ১৩ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন,
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার চাপাতলী গ্রামের আব্দুল মান্নানের সন্তান। বর্তমানে তেজগাঁ বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।