নরসিংদীর মাধবদীতে হুমায়ুন কবির নামে এক ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা মোড়ে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, সে তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল। এসময় শাহ আলম ও টিটু নামেই দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। এসময় এলাকাবাসী তার বুকে ও মাথায় দুটি গুলির চিহ্ন দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ূন কবির (৩৫), পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন বলেও জানা যায়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আমরা জানতে পেরেছি ওইখানে চারজন ছিল দুইজনকে আমরা সনাক্ত করতে পেরেছি। নিহতের স্বজনরা এখন পর্যন্ত মামলা করতে আসেনি। আমরা রাত্রে অভিযান পরিচালনা করেছি।আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।