পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন হেইনরিচ ক্লাসেন। এতে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মেরে বসেন এই ডান হাতি ব্যাটার। এই জন্য আইসিসি থেকে কঠিন শাস্তি পেয়েছেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
এদিন আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন ক্লাসেন। তবে ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি।
৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।