নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাবাকে খুন করে পালিয়ে যাওয়া ছেলে মো. রিফাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। আজ সোমবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো.রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাবা শফিকুল ইসলামের কাছে ছেলে রিফাত মাদক সেবনের জন্য ২ হাজার টাকা দাবি করে। ওই টাকা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।
এক পর্যায়ে বাবা ছেলেকে চর থাপ্পর দেয়। পরে রিফাত উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে তার বাবকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই বাবা মারা যান। ঘটনার পরই রিফাত পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ বারী বলেন, বাবার হত্যাকারী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হইয়াছে।