বৃদ্ধের বাড়ি দখল নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি’র সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ হেলালুর রহমান খান।
বুধবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা হেলালুর রহমান খান বলেন, গত ২২ ডিসেম্বর “বৃদ্ধার বাড়ি ভাংচুর ও জমি দখল” শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটিতে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বক্তব্য বিহীন ও বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্ঠা না করেই একপাক্ষিকভাবে সংবাদ প্রচার করে। উল্লেখিত জমি ক্রয় করার পর যথারীতি জমির নামজারি ও খাজনাদি হাল নাগাদ পর্যন্ত পরিশোধ করে ভোগদখল করে আসছি।
এ দিকে এই মিথ্যা সংবাদের ভিত্তিতে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেখে কয়েক ঘন্টার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় জেলা কমিটি আমাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করেন। আমি এই বহিস্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, হেলালুর রহমান খান হেলাল টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ এবং একই আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ভাই ও সাবেক এমপি আমানুর রহমান খান রানার চাচা।