সিরাজগঞ্জের বেলকুচি বিস্ফোরক মামলার পলাতক প্রধান আসামি ও বেলকুচি চৌহালীর সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের ক্যাডার শ্রমিকলীগ নেতা মোতালেবকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
শুক্রবার(৩ জানুয়ারী) দুপুরে জিধুরী রজনীকান্ত সড়কের পাশে একটি চা দোকান থেকে গ্রেফতার করা হয়। মোতালেব বেলকুচি সুবর্ণসারা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
উল্লেখ্য যে, সাবেক বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের এমপি প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের আস্থাভাজন ক্যাডার শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ।
তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। এই মামলার প্রধান আসামী মোতালেব সরকার দীর্ঘদিন পলাতক থাকায় আজ বেলকুচি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলার পলাতক প্রধান আসামি মোতালেব সরকার বেলকুচিতে অবস্থা করছে এর পরিপেক্ষীতে তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।